আমি কি ভুলতে পারি
রাত-বিরাতে জেগে
ফোনে কথা বলা
তোমার কলের আশায়
নির্ঘুম থাকা।
আমি কি ভুলতে পারি
সেই মায়াবী হাসি
প্রেমের কথা রাশি রাশি।
আমি কি ভুলতে পারি
রোদে পুড়ে, বৃষ্টিতে ভিজে
তোমার কলেজের সামনে
দাড়িয়ে থাকা
আমি কি ভুলতে পারি
তোমার অবুঝ প্রেম
অফুরন্ত ভালোবাসা
আমি কি ভুলতে পারি
কেউ জানে ন
All 31 poems by nafis shadhin
next poem » | অবুঝ প্রেম |
« prev poem | Friendship |
Add Comment