Best Poem of Kazi Nazrul Islam

হে পার্থ-সারথি!
হে পার্থ-সারথি!বাজাও বাজাও পাঞ্চজন্য শঙ্খ |
চিত্তের অবসাদ দূর কর কর দূর / ভয়-ভীত জনে কর হে নিশঙ্ক ||
জড়তা ও দৈন্য হানো হানো, / গীতার মন্ত্রে জীবন দানো
ভোলাও ভোলাও মৃত্যু-আতঙ্ক ||
মৃত্যু জীবনের শেষ নহে নহে, / শোনাও শোনাও অনন্তকাল ধরি'
অনন্ত জীবন-প্রবাহ বহে |
দুরন্ত দুর্ম্মদ যৌবন-চঞ্চল / ছাড়িয়া আসুক মা'র স্নেহ-অঞ্চল,
বীর সন্তানদল / করুক সুশোভিত মাতৃ-অঙ্ক ||

. . .
Read the full of হে পার্থ-সারথি!
আমি বিধির বিধান ভাঙিয়াছি, আমি এমনি শক্তিমান
আমি বিধির বিধান ভাঙিয়াছি, আমি এমনি শক্তিমান!
মম চরণের তলে, মরণের মার খেয়ে মরে ভগবান!
আদি ও অন্তহীন / আজিও মনে পড়ে সেই দিন--
প্রথম যে দিন আপনার মাঝে আপনি জাগিনু আমি,
আর চিৎকার করি' কাঁদিয়া উঠিল তোদের জগৎ-স্বামী !
ভয়ে কালো হয়ে গেল আলো-মুখ তার |
ফরিয়াদ করি' গুমরি' উঠিল মহা হাহাকার ---
ছিন্ন-কন্ঠে আর্ত্ত কন্ঠে তোমাদের ঐ ভীরু বিধাতার---
আর্ত্তনাদের মহা-হাহাকার---
যে, "বাঁচাও আমারে বাঁচাও, হে মোর মহান্ বিপুল আমি !
হো মোর সৃষ্টি ! অভিশাপ মোর ! আজি হ'তে প্রভু তুমি হও মম স্বামী !"--
শুনি খল খল খল অট্ট হাসিনু, আজিও সে হাসি বাজে |
ঐ অগ্ন্যুদ্ গার-উল্লাসে আর নিদাঘ-দগ্ধ / বিনা-মেঘের ঐ শুষ্ক বজ্র-ম . . .
Read the full of আমি বিধির বিধান ভাঙিয়াছি, আমি এমনি শক্তিমান